রোটারি ক্লাব অব জালালাবাদের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে পরিচালিত রোটারি স্কুলের শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে পবিত্র ইদুল আজহা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে রোটারি ক্লাব অব জালালাবাদের প্রেসিডেন্ট রোটারিয়ান হানিফ মোহাম্মদের সৌজন্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা গভর্নর নমিনি রোটারিয়ান আতাউর রহমান পীর, রোটারি ক্লাব অব জালালাবাদের রোটারিয়ান পিপি মাহবুব সোবহানী চৌধুরী, রোটারিয়ান পিপি মোস্তফা কামাল, রোটারিয়ান পিপি শফিক আহমদ বক্ত, রোটারিয়ান পিপি নিরেশ চন্দ্র দাস, সেক্রেটারি রোটারিয়ান মাহবুবুল আলম মিলন, রোটারিয়ান জামিল আহমদ চৌধুরী, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মাসুদ আহমদ চৌধুরী, রোটারিয়ান নূরুল আলম খান ফারুক, রোটারিয়ান আলী আশরাফ চৌধুরী খালেদ, রোটারিয়ান লতিফা জাহাঙ্গীর ও রোটারিয়ান হাবিব আল নূর।
Leave a Reply