হবিগঞ্জ প্রতিনিধি : রোটারি ক্লাব অব হবিগঞ্জের ২০১৮-১৯ রোটারি বর্ষের প্রথম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে স্কাই কুইন রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভার শুরুতে বিদায়ী প্রেসিডেন্ট সুদীপ কুমার বণিক ও সেক্রেটারি মোহাম্মদ শাহীন নবনির্বাচিত প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম ও সেক্রেটারি তানবিরুল হাসান শ্যামলের কাছে কলার হস্তান্তর করেন।
পরে নবনির্বাচিত প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীমের সভাপতিত্বে এবং সেক্রেটারি তানবিরুল হাসান শ্যামলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, এম এ মতিন খান, পুণ্যব্রত চৌধুরী, ফনি ভূষণ দাশ, পিপি রেজাউল মুহিত খান, এম এ শহীদ সালেহ, শফিকুল বারী আওয়াল ও পিপি শামীম আহছান। অতিথি হিসেবে বক্তৃতা করেন, রোটারি ক্লাব অব খোয়াইয়ের প্রেসিডেন্ট বেলায়েত হোসেন সেলিম ও রোটারি ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের সাবেক সেক্রেটারি হাফিজুর রহমান সুমন।
Leave a Reply