রোটারি ক্লাব অব সিলেট হিলটাউনের উদ্যোগে ইকোনমিক অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় কৃষকদের মধ্যে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুর ১২টায় ওসমানীনগর উপজেলার পৈলনপুর ইউনিয়নের বড় হাজীপুর গ্রামের কৃষকদের মধ্যে এই বীজ বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপত্বি করেন সংগঠনের প্রেসিডেন্ট রোটারিয়ান অধ্যাপক এনামুল হক। প্রধান অতিথি ছিলেন পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মতিন। বিশেষ অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা আখলাক আহমদ। বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি অ্যাডভোকেট এম এ মালিক, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান এম এ হাসনাত, রোটারিয়ান মান্নু মিয়া, রোটারি ক্লাব অব সিলেট হিলটাউনের সেক্রেটারি রোটারিয়ান মাসুম চৌধুরী, রোটারিয়ান মো দিদার হোসেইন, রোটারিয়ান আব্দুল মোমিন তালুকদার, রোটারিয়ান মাওলানা ইলিয়াস আহমদ, রোটারিয়ান আলাউদ্দিন, রোটারিয়ান কাজী জসিম উদ্দিন ও রোটারিয়ান সুমন আহমদ সাত্তার।
Leave a Reply