রোটারি ক্লাব অব সিলেট সাউথের ৩১ তম ইনস্টলেশন শনিবার রাতে দক্ষিণ সুরমায় কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন, সাবেক পররাষ্ট্র সচিব সি ইউ কে মোস্তাক আহমদ। বিশেষ অতিথি ছিলেন, প্রাক্তন রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান ডা মঞ্জুরুল হক চৌধুরী, রোটারিয়ান ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ ও রোটারিয়ান শহিদ আহমদ চৌধুরী, সদ্য প্রাক্তন গভর্নর ডিস্ট্রিক্ট ত্রি টু এইট টু রোটারিয়ান অধ্যাপক এম তৈয়ব চৌধুরী ও ডিস্ট্রিক্ট ত্রি টু এইট ওয়ান রোটারিয়ান এফ এইচ আরিফ, গভর্নর ইলেক্ট রোটারিয়ান আতাউর রহমান পীর, গভর্নর নমিনি রোটারিয়ান ড বেলাল উদ্দিন আহমদ এবং প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান এ কে এম আতাউল করিম। সভাপতিত্ব করেন, রোটারি ক্লাব অব সিলেট সাউথের প্রেসিডেন্ট রোটারিয়ান জুবায়ের আহমদ। পরিচালনায় ছিলেন, সেক্রেটারি রোটারিয়ান শাহজাহান খান।
অনুষ্ঠানে রোটারি ক্লাব অব সিলেট সাউথের নতুন বোর্ডের দায়িত্ব গ্রহণ, নতুন সদস্য বরণ, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ এবং একজন মেধাবী শিক্ষার্থীর স্নাতক পর্যন্ত লেখাপড়ার দায়িত্ব নেয়ার ঘোষণা দেয়া হয়।
Leave a Reply