রোটারি জেলা গভর্নর (২০১৭-১৮) রোটারিয়ান অধ্যাপক ড তৈয়ব চৌধুরীর নির্দেশনা অনুযায়ী রোটারি ক্লাব অব জালালাবাদের বয়স্ক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
রোটারিয়ান অধ্যাপক ড তৈয়ব চৌধুরী গভর্নরের দায়িত্ব গ্রহণের পর দেশকে নিরক্ষরতার অভিশাপমুক্ত করতে জেলার প্রতিটি রোটারি ক্লাবকে বয়স্ক শিক্ষা কেন্দ্র চালুর নির্দেশ দেন।
এর পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে মহানগরীর শাহী ঈদগা এলাকায় রোটারি স্কুলে এই বয়স্ক শিক্ষা কেন্দ্র উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব জালালাবাদের প্রেসিডেন্ট রোটারিয়ান হানিফ মোহাম্মদ। সেক্রেটারি রোটারিয়ান মাহবুবুল আলম মিলনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, জেলা গভর্নর নমিনি রোটারিয়ান লে ক (অব) আতাাউর রহমান পীর। এছাড়াও রোটারিয়ান পিপি মাহবুব সোবহানী চৌধুরী, রোটারিয়ান পিপি মোস্তফা কামাল, রোটারিয়ান পিপি শফিক আহমদ বক্ত, রোটারিয়ান পিপি নিরেশ চন্দ্র দাস, রোটারিয়ান জামিল আহমদ চৌধুরী, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মাসুদ আহমদ চৌধুরী, রোটারিয়ান নূরুল আলম খান ফারুক, রোটারিয়ান আলী আশরাফ চৌধুরী খালেদ, রোটারিয়ান লতিফা জাহাঙ্গীর, রোটারিয়ান হাবিব আল নূর এবং কয়েকজন রোটারেক্টর উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জেলা গভর্নর নমিনি রোটারিয়ান লে ক (অব) আতাাউর রহমান পীর বলেন, উন্নয়নের জন্যে শিক্ষার বিকল্প নেই। প্রতিটি রোটারি ক্লাবে একটি করে বয়স্ক শিক্ষা কেন্দ্র চালু একটি সময়োপযোগী পদক্ষেপ। এর মাধ্যমে বয়স্ক ব্যক্তিরা শিক্ষার আলো গ্রহণ করতে পারবেন।
তিনি এই বয়স্ক শিক্ষা কেন্দ্রে অবদান রাখতে রোটারেক্টরদের প্রতি আহ্বান জানান।
Leave a Reply