সিলেটে রোটারি ক্লাব অব জালালাবাদের সেইফ ড্রিংকিং ওয়াটার প্রজেক্টের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পানির ফিল্টার বিতরণ করা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে মহানগরীর নয়াসড়ক এলাকায় কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে পানির ফিল্টার বিতরণ করা হয়।
কর্মসূচির উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন, রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি রোটারিয়ান আতাউর রহমান পীর। সভাপতিত্ব করেন, রোটারি ক্লাব অব জালালাবাদের প্রেসিডেন্ট রোটারিয়ান হানিফ মোহাম্মদ। অনুষ্ঠান পরিচালনা করেন, সেক্রেটারি রোটারিয়ান মাহবুবুল আলম মিলন। উপস্থিত ছিলেন, সংগঠনের কমিউনিটি সার্ভিস ডাইরেক্টর রোটারিয়ান আক্তার আহমদ ও সার্ভিস প্রজেক্ট ডাইরেক্টর রোটারিয়ান আলী আশরাফ চৌধুরী খালেদ। এছাড়া প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
Leave a Reply