নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার এলাকার অনন্তপুর, বেটুয়ারমুখ ও কালারুখা গ্রামবাসীর জন্যে নিরাপদ পানি পান নিশ্চিত করতে রোটারি ক্লাব অব জালালাবাদের অর্থায়নে ৩টি টিউবওয়েল স্থাপন করা হয়েছে।
সোমবার দুপুরে রোটারি নেতৃবৃন্দ টিউবওয়েলগুলো উদ্বোধন করেন। গ্রামবাসী এতে সন্তোষ প্রকাশ করেন এবং রোটারি ক্লাব অব জালালাবাদ কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানান।
এসময় উপস্থিত ছিলেন, রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর ২০১৯-২০ রোটারিয়ান আতাউর রহমান পীর, রোটারি ক্লাব অব জালালাবাদের প্রেসিডেন্ট রোটারিয়ান হানিফ মোহাম্মদ, সেক্রেটারি রোটারিয়ান মাহবুবুল আলম মিলন ও সাংবাদিক বশির উদ্দিন।
Leave a Reply