সিলেটে জালালাবাদ রোটারি ক্লাবের নতুন কার্যকরী পরিষদের অভিষেক ও দায়িত্বগহণ সম্পন্ন হয়েছে।
শুক্রবার রাতে সিলেট স্টেশন ক্লাবে সংগঠনের ৩৪ তম ইনস্টলেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মতিউর রহমান, ডিজিএন রোটরিয়ান আতাউর রহমান পীর, পিডিজি রোটরিয়ান শহীদ আহমদ চৌধুরী ও সিলেট স্টেশন ক্লাবের সভাপতি অ্যাডভোকেট শহীদুল ইসলাম শাহীন।
প্রথম পর্বে সভাপতিত্ব করেন, বিদায়ী প্রেসিডেন্ট রোটরিয়ান হানিফ মোহাম্মদ। দ্বিতীয় পর্বে সভাপতি ছিলেন, নতুন প্রেসিডেন্ট রোটরিয়ান মাসুদ আহমদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, ইনস্টলেশন কমিটির চেয়ারম্যান পিপি রোটারিয়ান অধ্যাপক ডা মীর মাহবুল আলম। পরিচালনায় ছিলেন, পিপি রোটারিয়ান মাহবুব সোবহানী চৌধুরী।
এছাড়া বিদায়ী সেক্রেটারি রোটরিয়ান মাহবুবুল আলম মিলন, নতুন সেক্রেটারি রোটারিয়ান তানভীর আহমদ চৌধুরীর হাতে দায়িত্ব হস্তান্তর করেন।
Leave a Reply