ভারতীয় দূতাবাস সিলেটের সহকারী রাষ্ট্রদূত এল কৃষ্ণ মূর্তি বলেছেন, রোটারিয়ানরা বিশ্বব্যাপী আর্তমানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অর্জন করেছেন মানুষের ভালবাসা। প্রতিটি লক্ষ্য অর্জনে আরো এগিয়ে যাবেন।
বৃহস্পতিবার রাতে রোটারি ক্লাব অব সিলেট সাউথের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মহানগরীর একটি কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন, রোটারি ক্লাব অব সিলেট সাউথের বিদায়ী প্রেসিডেন্ট রোটারিয়ান জুবায়ের আহমদ। দ্বিতীয় পর্বের সভাপতি ছিলেন, নতুন প্রেসিডেন্ট রোটারিয়ান দেবাশীষ চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন, অভিষেক অনুষ্ঠান কমিটির চেয়ারম্যান রোটারিয়ান পিপি বেলায়েত হোসেন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান আতাউর রহমান পীর, পিডিজি রোটারিয়ান ডা মঞ্জুরুল হক চৌধুরী, পিডিজি রোটারিয়ান ইঞ্জিনিয়ার এম এ লতিফ, পিডিজি রোটারিয়ান শহিদ আহমদ চৌধুরী ও ডিজিই রোটারিয়ান ড বেলাল উদ্দিন।
Leave a Reply