সুনামগঞ্জ প্রতিনিধি : প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম মানবন্ধন করেছে।
বুধবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।
সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি, মোহনা টেলিভিশনের প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এ টিভির প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার, শ্রমিক নেতা সোহেল মিয়া, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের প্রতিষ্ঠাতা সভাপতি অশোক তালুকদার, নিউজ টুয়েন্টি ফোরের প্রতিনিধি মো বুরহান উদ্দিন, চ্যানেল টুয়েন্টি ফোরের প্রতিনিধি অ্যাডভোকেট এ আর জুয়েল ও জেলা সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে মিলন আহমদ।
Leave a Reply