সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, রমজান মাসে সরকারের নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেট নিত্যপণ্যের মূল্য কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। তাই দেশের সাধারণ মানুষ অনাহারে অর্ধাহারে দিন যাপন করছে। রোজাদাররা পেটভরে সেহরি ও ইফতার করতে পারছেননা। ইফতারের ধর্মীয় গুরুত্বপূর্ণ অনুসঙ্গ খেজুর মধ্যবিত্ত পরিবারের কাছে এখন স্বপ্নের মতো। সরকারের মন্ত্রীরা খেজুরকে বিলাসীপণ্য বলে ঠাট্টা মশকারা করছেন।
তিনি অভিযোগ করেছেন, সরকার সবক্ষেত্রে নির্লজ্জ দুর্নীতির মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। সর্বক্ষেত্রে সংকট সৃষ্টি করেছে। এমন অবস্থায় একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চলতে পারেনা। এই পরিস্থিতি থেকে প্রিয় মাতৃভূমিকে বাঁচাতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। ‘ফ্যাসিস্ট’ সরকারের পতন না হওয়া পর্যন্ত দেশবাসী এই সংকট থেকে মুক্ত হতে পারবেননা।
বুধবার, ২০ মার্চ সিলেটের দক্ষিণ সুরমায় জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজুলের উদ্যোগে দলীয় নেতাকর্মীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে কাইয়ুম চৌধুরী প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনূর আহমদের সভাপতিত্বে ও জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তোরণের সঞ্চালনায়ে এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, দেশ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। ডলার সংকটে পণ্য আমদানি করা সম্ভব হচ্ছেনা। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এ অবস্থায় অবৈধ সরকারকে অবিলম্বে পদত্যাগ করে একটি নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।
এ সময় আরও বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি যুগ্মসম্পাদক তাজরুল ইসলাম তাজুল, নিজাম উদ্দিন তরফদার, লোকমান আহমদ, মাহবুব আলম, বখতিয়ার আহমদ ইমরান, আকবর হোসেন, নূরুল আমিন দুলু, আব্দুল মালিক মল্লিক, শেখ মনসুর রহমান, আব্দুল মন্নান, পাবেল রহমান, রাসেল আহমদ, আরিফ চৌধুরী, আবুল কাশেম, আশিক মিয়া, রাজু আহমেদ, জুয়েল আহমেদ, আবু সালেহ, রাসেল আহমদ, আদনান আহমদ, আব্দুস সামাদ, সেবুল আহমেদ, ফয়সাল আহমদ, আলাউদ্দীন, আখতার হোসেন, রাজু আহমেদ, মো আব্বাস, রাসেল আহমেদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply