আলী আহমেদ বেবুল, লন্ডন : ক্যান্সারে আক্রান্ত সিলেট এমসি কলেজের অনার্স শেষবর্ষের মেধাবী শিক্ষার্থী বিয়ানীবাজারের সন্তান মো রোকনুজ্জামান খানের চিকিৎসার সাহায্যার্থে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে ও যুক্তরাজ্যে বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন কমিউনিটি সংগঠনের সার্বিক সহযোগিতায় সোমবার সন্ধ্যা ৬টায় পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি হলে ফান্ড রাইজিং ডিনার অনুষ্ঠিত হবে।
এই ফান্ড রাইজিং ডিনার পার্টির ১০ জনের একটি টেবিলের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩শ পাউন্ড। এছাড়া জনপ্রতি ৩০ পাউন্ড মূল্য নির্ধারণ করা হয়েছে। কর্মসূচি
সফল করার লক্ষ্যে মঙ্গলবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মুহিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সিলেট এমসি কলেজের অনার্স (রসায়ন) শেষ বর্ষের শিক্ষার্থী রোভার স্কাউট রোকনুজ্জামান খান মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ৩ মাস ধরে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছে। সে সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের সারপার গ্রামের হাফিজ শামছুল হকের ছোট ছেলে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ৪ঠা আগস্ট বিকেলে তাকে দেখতে যান। এ সময় হেমাটোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ ছাড়াও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক আব্দুল জলিল উপস্হিত ছিলেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে ব্লাড সঞ্চালন করতে প্রায় ৫০ লাখ টাকা ব্যয় হবে।
ইতোমধ্যে দরিদ্র পরিবারের পক্ষ থেকে কয়েক লাখ টাকা ব্যয় করা হয়েছে; কিন্তু চিকিৎসা খরচ বহন করা পরিবারের পক্ষ থেকে আর সম্ভব হচ্ছে না। তাই বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাহায্য ও সহযোগিতা কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্হিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল মতলিব, কোষাধ্যক্ষ মামুন রশীদ, অনারারি সদস্য মোসলেহ উদ্দিন আহমেদ, বিয়ানীবাজার প্রগতি এডুকেশন ট্রাস্টের সভাপতি হাবিবুর রহমান ময়না, সাধারণ সম্পাদক আব্দুল করিম, বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক এম মাসুদ আহমদ, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সহ সভাপতি দিলওয়ার হোসেন, নির্বাহী সদস্য মোহাম্মদ সয়াফ উদ্দিন, সাহাজাহান খান, কসবা-খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক আলী আহমেদ বেবুল,মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্হা ইউকের সাবেক সাধারণ সম্পাদক দিলাল আহমদ, তিলপারা ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের যুগ্ম কোষাধ্যক্ষ আব্দুল হাকিম হাদি, ঘুংগাদিয়া-মালিগ্রাম জনকল্যাণ সমিতির সভাপতি নজরুল ইসলাম, পূর্ব মুড়িয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সাদিকুর রহমান বকুল, সুপাতলা ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, বিয়ানীবাজার প্রগতি এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি নূরুল ইসলাম, খলিল উদ্দিন ফল, মাহমুদ হোসেন সেলিম, সফিকুর রহমান প্রমুখ।
Leave a Reply