সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের ৪৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিনলায়তনে রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও যুব সদস্য সেরুজ্জামানের পরিচালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের কার্যনির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা মতিউর রহমান, হায়দার চৌধুরী লিটন ও সিরাজুর রহমান সিরাজ।
সাধারণ সভায় বক্তারা বলেন, রেডক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের মৌলিক ৭টি নীতির উপর আস্থা রেখে সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটি ১১টি উপজেলায় সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
Leave a Reply