বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : বেসরকারি সংস্থা রূপান্তরের উদ্যোগে সুনামগঞ্জ জেলা পর্যায়ে নাগরিক প্লাটফরম গঠন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার, ১১ ফেব্রুয়ারি (২৮ মাঘ) দুপুরে জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়।
আস্থা প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় নারী আন্দালন নেত্রী সঞ্চিতা চৌধুরীর সভাপতিত্বে ও রূপান্তর আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী রবিউল ইসলাম বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন আস্থা প্রকল্পের ক্লাস্টার কো-অর্ডিনেটর হাসান তারেক, সুজনের নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য্য, সমাজসেবক রমেন্দ্র কুমার দে মিন্টু ও জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য্য।
আলোচনা সভা শেষে রূপান্তর সংগঠনের আস্থা প্রকল্পের নাগরিক প্লাটফরম সুনামগঞ্জ জেলা শাখার ৩০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এতে সঞ্চিতা চৌধুরীকে আহ্বায়ক, দিলারা বেগম, গৌরী ভট্টাচার্য্য, মুনমুন চৌধুরী ও নির্মল ভট্টাচার্য্যকে যুগ্মআহ্বায়ক এবং জাহাঙ্গীর আলমকে সদস্য সচিব করা হয়েছে।
Leave a Reply