গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সালাহউদ্দিন বলেছেন, মেধাবীরা দেশ ও জাতির সম্পদ। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামীতে দেশ গঠন ও পরিচালনার প্রধান অবলম্বন। এসব মেধাবীকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে একটি উন্নত বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
শুক্রবার বিকালে উপজেলার রুস্তমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রুস্তমপুর ছাত্র সংসদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো মোশাহিদ আলী। প্রধান বক্তা ছিলেন রুস্তমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা জসিম উদ্দিন, উসমান গনি মেম্বার, হেলাল আহমদ, আব্দুল হাসিম ও আবুল হাসনাত। ফয়সল আহমদ ও নূরুল আমিনের যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন আব্দুল মান্নান, জাহাঙ্গীর আলম, শফিকুর রহমান, আব্দুল কাদির সুমন, আলীম উদ্দিন, নাসির উদ্দিন, অ্যাডভোকেট মোবারক হোসেন, জাহাঙ্গীর আলম, তাজুল ইসলাম তুহিন, সাকির আহমদ, ইসরাক আলী, খসরুজ্জামান প্রমুখ।
Leave a Reply