গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার-ইউডিসির উদ্যোক্তা কামরুল হাসানকে অপসারণের দাবি বাস্তবায়ন না হওয়ায় ইউনিয়নবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
কামরুল হাসানের বিরুদ্ধে নৈতিক স্খলনসহ নানা ধরনের অভিযোগ রয়েছে। তাই ইউনিয়নবাসী তার অপসরণ দাবি করে আসছেন।
কামরুল হাসানের নারী কেলেঙ্কারি নিয়ে সালিশও হয়েছে। এরপরও তার উদ্যোক্তা হিসেবে বহাল থাকায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে কামরুল হাসান কোন কথা বলতে রাজী হননি।
তবে রুস্তমপুর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান শাহাব উদ্দিন শিহাব জানান, অভিযোগের সত্যতা নিশ্চিত করে নারীঘটিত বিষয়টির তিনি সামাধান করে দিলেও এলাকার জনসাধারণ কামরুল হাসানকে অপসারণের দাবি জানাচ্ছেন।
Leave a Reply