নিজস্ব প্রতিবেদক : সমাজতান্ত্রিক রুশ বিপ্লবের শতবর্ষ উদযাপন উপলক্ষে সিলেটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সমাজতান্ত্রিক রুশ বিপ্লবের শতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কমরেড বেদানন্দ ভট্টাচর্যের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য কমরেড সৈয়দ আবু জাফর আহমদ, গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিস্টার আরশ আলী, জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সিকান্দার আলী ও বাসদের সমন্বয়ক কমরেড আবু জাফর। শোক প্রস্তাব পাঠ করেন, জেলা জাসদ সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী। পরিচালনায় ছিলেন, অধ্যাপক আবুল কাশেম।
আলোচনা সভার আগে-পরে শিল্পীরা গণসংগীত পরিবেশন করেন।
Leave a Reply