নিজস্ব প্রতিবেদক : রুশ বিপ্লবের শততম বার্ষিকী উপলক্ষে সিলেটে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে মহান রুশ বিপ্লবের শততম বার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে ‘দুনিয়ার শ্রমিকশ্রেণি নিপীড়িত জাতি ও জনগণ ঐক্যবদ্ধ হউন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচি পালন করা হয়।
সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে শততম বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট কুমার চন্দ্র রায়ের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক আল আমিন, শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক রুহুল আমিন, শততম বার্ষিকী উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল ফজল, জেলা যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন, আনসার আলী, মামুন আহমদ খান, ছাদেক মিয়া ও সুরুজ আলী।
Leave a Reply