কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, রুবি ফাতেমা ইসলাম ও বিভা রানী ধর বঙ্গবন্ধুুর আর্দশের পরীক্ষিত সৈনিক ছিলেন।
শুক্রবার বিকেলে মহানগরীর চালিবন্দরে ইব্রাহিম স্মৃতি সংসদে জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রুবি ফাতেমা ইসলাম ও সাবেক সহ সভাপতি বিভা রানী ধরের মৃত্যুতে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, প্রয়াত দুই নেত্রী সততা ও নিষ্ঠার সাথে দেশের স্বার্থে নিরলসভাবে কাজ করে গেছেন, যা অনুকরণীয় হয়ে থাকবে।
জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সালমা বাসিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, সিটি কাউন্সিলর অ্যাডভোকেট সালমা সুলতানার পরিচালনায় শোকসভায় বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি শামসুন্নাহার মিনু ও মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান।
এছাড়াও স্মৃতিচারণ করেন, বিলকিছ নূর, হেলেন আহমদ, মাধুরী গুণ, এ জেড রওশান জেবীন রুবা, জাহানারা খানম মিলন, অ্যাডভোকেট বনানী দাশ ইভা, নূরুন্নাহার বেগম, ডা. নাজরা চৌধুরী, নাজিরা বেগম শিলা, জহুরা ফাতেমা বিনতে ইসলাম তন্নী, দয়া ধর রুবি, হাছিনা আক্তার, হেলেনা বেগম, সাজনা বেগম চৌধুরী, রুমা চক্রবর্তী, রুকসানা বেগম লিমা, রেহেনা পারভীন রেনু, শাহেনা বেগম চৌধুরী স্বর্ণা, খাদিজা বেগম, সাজনা সুলতানা হক চৌধুরী প্রমুখ।
Leave a Reply