ডিজিটাল ক্ষেত্রে তরুণদের উৎসাহিত করে উন্নত ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে হুয়াওয়ে আসিয়ান ফাউন্ডেশন ও ট্যুরিজম অথরিটি অব থাইল্যান্ড-টিএটি মিলিতভাবে এশিয়া প্যাসিফিক সিডস ফর দ্যা ফিউচার ২০২২ উদ্বোধন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রী জুরিন লাকসানাউইজিত, বাংলাদেশের শিক্ষা মন্ত্রী ডা দীপু মনি, আসিয়ানের মহাসচিব দাতো লিম জক হই, আসিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইয়াং মি এং, হুয়াওয়ে অ্যাসিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট সাইমন লিন এবং অন্যান্য সরকারি কর্মকর্তা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ সহ অতিথিবৃন্দ।
অতিথিরা বিভিন্ন পক্ষের অংশীদারিত্বে এশিয়া প্যাসিফিক অঞ্চলে একটি শক্তিশালী ডিজিটাল ট্যালেন্ট ইকোসিস্টেম তৈরির ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।
১৯ থেকে আগস্ট ২৭ আগস্ট পর্যন্ত চলমান এই কর্মসূচিতে বাংলাদেশের ৮ জনসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১৬টি দেশের ১২০ জন মেধাবী শিক্ষার্থী থাইল্যান্ডে একটি ডিজিটাল বুট ক্যাম্পে অংশগ্রহণ করছেন।
এই বুট ক্যাম্পের মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রযুক্তিগত বিষয়ে জ্ঞান ও আন্তঃসাংস্কৃতিক ক্ষেত্রে অনন্য অভিজ্ঞতা অর্জন করবেন। পাশাপাশি, তারা টেকফরগুড প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানের প্রস্তাবও উপস্থাপন করবেন।
১২০ জন অংশগ্রহণকারীর মধ্যে ৫৬ জন নারী। ২০০৮ সালে এ কর্মসূচি শুরু হওয়ার পরে এ বছরই সবচেয়ে বেশি নারী অংশগ্রহণ করছেন।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply