সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন সুবিদবাজার শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা শনিবার, ২৫ মার্চ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু। প্রধান বক্তা ছিলেন জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
রিক্সা শ্রমিক ইউনিয়ন সুবিদবাজার শাখার সভাপতি আক্কাস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সংগঠনের জেলা শাখার কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্লা ও সহসাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।
বক্তারা রমজান মাসে রিক্সা শ্রমিকদের দুঃখ-কষ্টের কথা বিবেচনা করে জরুরি ভিত্তিতে রেশন কার্ড প্রদান ও স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনী খাদ্যসামাগ্রী ক্রয় করার সুযোগ করে দেওয়ার দাবি জানান। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply