নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলায় গ্রেফতার কনস্টেবল টিটু চন্দ্র দাসের ৫ দিনের রিমাণ্ড মঞ্জুর হয়েছে।
তবে এখন পর্যন্ত মূল অভিযুক্ত ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর ভূঁইয়া ধরাছোঁয়ার বাইরে থেকে যাওয়ায় জনমনে নানা প্রশ্ন জেগে উঠেছে।
এদিকে রায়হান আহমদ হত্যার প্রতিবাদে ও সকল আসামিকে দ্রুত গ্রেফতারের দাবিতে সিলেটে প্রতিদিনই নানা কর্মসূচি পালিত হচ্ছে।
বুধবার দুপুরে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র, যুবক ও শ্রমিক অধিকার পরিষদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এসব কর্মসূচি থেকে রায়হান আহমদ হত্যায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করার পাশাপাশি দেশের প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
Leave a Reply