হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জনতাবাজার থেকে শতক রাস্তা সংস্কারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
দিনারপুর কলেজ ও দিনারপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করে। এতে এলাকার সর্বস্তরের মানুষ যোগ দেন।
শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মসূচি চলাকালে মহাসড়কের উভয় দিকে কয়েকশ যানবাহন আটকা পড়ে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান সেখানে উপস্থিত হয়ে দ্রুত রাস্তা মেরামতের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে জনতাবাজার থেকে শতক রাস্তাটির বেহাল দশায়। বারবার মেরামতের অনুরোধ জানিয়েও ফল হচ্ছেনা।
Leave a Reply