দক্ষিণ সুরমার বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী ও শালিস ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর (অব) আব্দুল হাফিজকে রাষ্ট্রীয় সম্মানে সমাহিত করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে তিনি দক্ষিণ সুরমার বলদী গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
শুক্রবার দুপুর সাড়ে ১২টায় বলদী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এই বীর সন্তানের প্রতি রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা নূসরাত লায়লা নীরা, বিজিবি সিলেট ব্যাটালিয়নের সুবেদার কবির আহমদ, দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুমন চৌধুরী, সিলেট সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইরর্শাদ আলী ও দক্ষিণ সুরমা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলী।
জানাজার আগে এই বীর মুক্তিযোদ্ধার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম প্রমুখ।
Leave a Reply