বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।
বৃহস্পতিবার, ২৮ মার্চ বিকেল সাড়ে ৩টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় তার জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশের একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় সম্মান জানায়।
জানাযায় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা শাখাওয়াত হোসেন জীবন ,সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সহ সর্বস্তরের মানুষ।
বীর মুক্তিযোদ্ধা তিনবারের সংসদ সদস্য নজির হোসেন বৃহস্পতিবার ভোররাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে ইন্তেকাল করেন। মরদেহ তার গ্রামের বাড়ির কবরস্থানে দাফন করা হয়েছে।
Leave a Reply