পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়ায় বাংলাদেশে উল্লেখযোগ্য অবদান রাখায় মাইক্রো শিল্প ক্যাটাগরিতে এবিএম ওয়াটার কোম্পানির কর্ণধার বিশিষ্ট শিল্প উদ্যোক্তা এ কে এম আতাউল করিম ‘রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার ২০২১’ পেয়েছেন।
বৃহস্পতিবার, ২৩ মে (৯ জ্যৈষ্ঠ) ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে তার হাতে এ পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড মো আব্দুস শহীদ এমপি ও এফবিসিসিআইর সভাপতি মাহবুবুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জাকিয়া সুলতানা।
এবিএম ওয়াটার কোম্পানি ছাড়াও গাজীপুরের ইকো টেক্র লিমিটেড, নরসিংদীর প্রাণ ডেইরি লিমিটেড, ঢাকা পল্লবীর মীর আকতার হোসেন লিমিটেড, পাবনার স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেড, ঢাকার স্নো আউটাওয়্যার লিমিটেড ও পাবনার স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডসহ দেশের প্রথমসারির ২০টি কোম্পানিকে রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার পুরস্কার দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply