বাসস, সিলেট : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, ভাষাসৈনিক, সাবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে রাষ্ট্রপতি মো আবদুল হামিদ, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং জাতীয় সংসদের স্পিকার ড শিরীন শারমিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
আলাদা আলাদা শোকবার্তায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকার দেশ ও জাতির কল্যাণে আবুল মাল আবদুল মুহিতের অবদানের কথা স্মরণ করেন।
এছাড়া শোকসন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানান।
Leave a Reply