নিজস্ব প্রতিবেদক : ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী হত্যাচেষ্টা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জঙ্গি দেলোয়ার হোসেন রিপন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন।
আত্মীয়স্বজন ও আইনজীবীদের সাথে কথা বলে তিনি বৃহস্পতিবার দুপুরে কারা কর্তৃপক্ষকে তার এ সিদ্ধান্তের কথা জানান।
সিলেট কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক মো ছগির মিয়া জানান, প্রাণভিক্ষার আবেদনের জন্য দেলোয়ার হোসেন রিপন ৭ দিন সময় পাবেন। বুধবার থেকে এই দিন গণনা শুরু হয়েছে।
এদিকে কাসিমপুর কারাগারে থাকা হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান এবং শরীফ শাহেদুল আলম ওরফে বিপুলও প্রাণভিক্ষার আবেদন করবেন বলে জানিয়েছেন।
Leave a Reply