নিজস্ব প্রতিবেদক : বিদুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, রামপাল বিদুৎ প্রকল্প নিয়ে ইউনেস্কোর প্রতিবেদন কোন বাধা নয়। এই প্রতিবেদনের জবাবও দেয়া হয়েছে।
শনিবার দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ১২ বছর পূর্তি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন।
নসরুল হামিদ বলেন, ইউনেস্কোর প্রতিবেদন রামপাল বিদ্যুৎ প্রকল্পে কোন বাধা হবেনা।
তিনি বলেন, দেশে বিদুৎতের চাহিদা বাড়ছে। পদ্মা সেতুর কাজ শেষ হয়ে গেলে আরো ৪-৫ হাজার মেগাওয়াট বিদুৎতের চাহিদা দেখা দেবে। তাই দ্রুত রামপাল বিদুৎ প্রকল্প বাস্তবায়ন করতে হবে।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ইউনেস্কো প্রথমে রামপাল বিদ্যুৎ প্রকল্প নির্মাণ কৌশলকে সমর্থন করলেও পরে এই সমর্থন প্রত্যহার করে নেয়।
Leave a Reply