সুন্দরবন বিধ্বংসী রামপাল চুক্তি বাতিলের দাবিতে সুন্দরবন রক্ষার আন্দোলনের ধারাবাহিকতায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার উদ্যোগে মঙ্গলবার (২৫শে আক্টোবর) বিকাল ৩ টায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে।
এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি সিলেট জেলা শাখার সভাপতি ব্যারিস্টার মো আরশ আলী, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক লোকমান আহমদ, বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিভাগের প্রধান অধ্যাপক ড আবুল কাশেম, বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর, সাংবাদিক ইকরামুল কবীর, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক শাকিল ভূঁইয়া, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার সোহেল রানা, বিজ্ঞান আন্দোলন মঞ্চ সিলেটের উপদেষ্টা প্রণব জ্যোতি পাল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য মিটন দেবনাথ প্রমুখ।
সুন্দরবন রক্ষার আন্দোলনকে বেগবান করে তুলতে সংহতি সমাবেশে সবার স্বত:স্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার সভাপতি পাপ্পু চন্দ ও সাধারণ সম্পাদক ওয়াদুদ আহমদ।
Leave a Reply