রামকৃষ্ণ আশ্রম সিলেটে যুগনায়ক স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব উপলক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
এ উপলক্ষে সকাল ১১টায় প্রেমেশানন্দ হলে আয়োজিত ‘যুগনায়ক স্বামীজী’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক বিজিত কুমার দে। প্রধান অতিথি ছিলেন উপাধ্যক্ষ সুষেন্দ্র কুমার পাল। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী সুধাময় দেব। আলোচনায় অংশ গ্রহণ করেন বিকাশ রঞ্জন বিশ্বাস, প্রভাষক বিশ্বপ্রিয় চক্রবর্তী ও সুজন দাস। স্বাগত বক্তব্য রাখেন আশ্রম অধ্যক্ষ শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ। উপস্থাপনায় ছিলেন অরুপ বিজয় চৌধুরী।
বক্তারা স্বামীজির উদ্ধৃতি থেকে বলেন, ‘বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয়, সমন্বয় ও শান্তি।’ এই সমন্বয় ও শান্তিকে কেন্দ্র করে রামকৃষ্ণ মঠ ও মিশন এগিয়ে চলছে।
আলোচনা সভা শেষে সংগীত পরিবেশন করবেন নীলেন্দু ভট্টাচার্য্য, প্রদীপ দে, মৌরাজ চৌধুরী ও স্বপ্নীল চৌধুরী।
এর আগে ভোর ৫টায় মঙ্গলারতি ও স্তোত্র পাঠ, সকাল ৭টায় উপনিষদ ও গীতা পাঠ, সকাল সাড়ে ৮টায় স্বামীজীর প্রতিকৃতি সহ নগর পরিক্রমা ও মন্দির প্রদক্ষিণ, মন্দিরে স্বামীজীর বিশেষ পূজা, দুপুর ১টায় পুষ্পাঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply