ক্যাম্পাসে দায়িত্ব পালন কালে দ্যা ডেইলি স্টার পত্রিকার রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরাফাত রহমানের উপর ছাত্রলীগ নামধারী কতিপয় সন্ত্রাসীর হামলার ঘটনায় শাহজালাল বিশ^বিদ্যালয় প্রেসক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
সংগঠনের সভাপতি জাবেদ ইকবাল ও সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলী এই নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে বলেছেন, সাংবাদিকরা বিভিন্ন ঝুঁকি নিয়ে তাদের পেশাগত দায়িত্ব পালন করেন; কিন্তু গণমাধ্যমকর্মীদের উপর এ ধরনের হামলা সুষ্ঠু ও স্বাধীন মত প্রকাশে হুমকি। তাই এ ধরনের হীন কাজ ভবিষ্যতে যাতে কেউ না করে সেজন্য জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে।
তারা বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা বারবার ঘটলেও প্রশাসন এবং বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে কঠোর শাস্তির ব্যবস্থা না নেওয়ায় ঘটনার ধারাবাহিকতা বহাল রয়েছে।
Leave a Reply