মৌলভীবাজার প্রতিনিধি : বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন-বিএফআইডিসির নিজস্ব অর্থায়নে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ইছবপুরে নবনির্মিত রাবার কাঠ ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার দুপুরে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং উপমন্ত্রী আব্দুলাহ আল ইসলাম জ্যাকব। সভাপতিত্ব করেন, সচিব ইসতিয়াক আহমদ।
এ সময় অর্থমন্ত্রী বলেন, রাবার কাঠ ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের ফলে একদিকে কর্মসংস্থান সৃষ্টি হবে অন্যদিকে কাঠ আমদানি হ্রাস পাবে।
তিনি আরো বলেন, জীবনীশক্তি হারানো রাবার কাঠ এতদিন শুধু জ্বালানি হিসেবে ব্যবহৃত হতে। এখন তা মূল্যবান কাঠে পরিণত হবে। ফলে জাতীয় অর্থনীতি মজবুত হবে।
Leave a Reply