জুয়েল আহমদ, জগন্নাথপুর : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় রানীগঞ্জ সেতুর নির্মাণকাজ এগিয়ে চলেছে। এই সেতু নির্মিত হয়ে গেলে ঢাকা ও সুনামগঞ্জের দূরত্ব কমে আসবে ৫২ কিলোমিটার। জেলাবাসী তাই দীর্ঘদিন ধরে এখানে কুশিয়ারা নদীর উপর সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন।
এই দাবির পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের ১৪ জানুয়ারি সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রানীগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ইতোমধ্যে সেতুটির প্রায় ৩৭ ভাগ কাজ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে।
৭০২ দশমিক ৩২ মিটার দীর্ঘ ও ১০ দশকি ২৫ মিটার প্রস্থ ১৫টি স্প্যানের এই সেতুটিতে ১৪টি পিলার থাকবে। অ্যাপ্রোচ সড়কের দৈর্ঘ্য হবে আড়াই কিলোমিটার। এলাকাবাসী আশা করছেন, রানীগঞ্জ সেতু চালু হবার পর উন্নত হবে যোগাযোগ ব্যবস্থা। ফলে সুনামগঞ্জের জগন্নাথপুর, হবিগঞ্জের নবীগঞ্জ ও কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জীবনচিত্র বদলে যাবে।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুস্তাফিজুর রহমান জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে।
Leave a Reply