জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ দুরন্ত ক্লাব সৌদি আরব শাখার উদ্যোগে শুক্রবার বিকেলে রানীগঞ্জ দারুচ্ছুন্নাহ আলিম মাদরাসায় পবিত্র কোরআন শরিফ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রানীগঞ্জ দুরন্ত ক্লাবের সহ সভাপতি শাহিন মিয়া সুমন। শিক্ষা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সস্পাদক নাহিদ মিয়ার পরিচালনায় কোরআন থেকে তেলাওয়াত করেন গন্ধর্ব্বপুর নূরানী মাদরাসার শিক্ষক হাফিজ ইউসুফ আলী। স্বাগত বক্তব্য রাখেন, দুরন্ত ক্লাবের অর্থ সম্পাদক মিজানুর রহমান মিজান। প্রধান অতিথি ছিলেন, রানীগঞ্জ দারুচ্ছুন্নাহ আলিম মাদরাসার জ্যেষ্ঠ শিক্ষক মুফতি নজরুল ইসলাম নিজামী। বিশেষ অতিথি ছিলেন, নোয়াগাঁও ফোরক্বানিয়া হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ আজহার হোসাইন, দুরন্ত ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ফারুক মিয়া ও সংগঠনের সৌদি আরব শাখার দাতা সদস্য জুবায়ের আহমদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রানীগঞ্জ দক্ষিণপাড় বাজার কমিটির সাধারণ সম্পাদক হাফিজ শামিম আহমদ, দুরন্ত ক্লাবের দাতা সদস্য এখলাছুর রহমান ও আব্দাল মিয়া।
অনুষ্ঠানে সৌদি আরব শাখার সভাপতি নাসির মিয়া, সাধারণ সম্পাদক তছর আলী ও অর্থ সম্পাদক ফজলু মিয়াকে কোরআন শরিফ বিতরণে সহায়তা করায় ধন্যবাদ জানানো হয়।
Leave a Reply