জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ভালিশ্রী ফাইভ স্টার সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার ভালিশ্রী আফতাব আলী প্রাথমিক বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জাতীয় মানবাধিকার ইউনিটির উপজেলা সভাপতি শাহ নূরুল করিম। বিশেষ অতিথি ছিলেন, ইউপি সদস্য বজলু মিয়া ও পিজিপি নিউজ টোয়েন্টিফোর ডটকম সম্পাদক গোলাম সারোয়ার। সভাপতিত্ব করেন, আয়োজক সংগঠনের সভাপতি হাফিজুর রহমান মন্তশির। পরিচালনা করেন, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসাইন রুমান। স্বাগত বক্তব্য রাখেন সদস্য জায়েদ আহমদ।
আরো বক্তব্য রাখেন, রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য আলতাউর রহমান, ভালিশ্রী আফতাফ আলী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য জিয়াউর রহমান, ভালিশ্রী ফাইভ স্টার সমাজকল্যাণ সংস্থার সাবেক সভাপতি সুমন হোসাইন, জুনেদ আহমদ, সহ সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব সবুজ এবং সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষে সাইফুল ইসলাম রনি।
Leave a Reply