নিজস্ব প্রতিবেদক : রানা প্লাজা দুর্ঘটনায় নিহতের স্মরণে সিলেটে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়েছে
ভয়াবহ এই দুর্ঘটনার ৫ বছর উপলক্ষে ব্লাস্ট মঙ্গলবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে এ কর্মসূচির আয়োজন করে।
এসময় ব্লাস্ট সমন্বয়ক অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিলটিভির প্রধান সম্পাদক আল আজাদ, সুশাসনের জন্য নাগরিকের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক শাহীন আহমদ খান, টিআইবর এরিয়া ম্যানেজার কমলকৃষ্ণ সাহা, নারী সংগঠন ইন্দ্রানী সেন ও অন্যরা।
বক্তারা এই দুর্ঘটনার জন্যে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে এবং নিহতদের পরিবার ও আহতদেরকে পর্যাপ্ত সহায়তা দিতে সরকারের কাছে দাবি জানান।
Leave a Reply