জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে সাধক কবি রাধারমণ দত্ত পুরকায়স্থের ১০৪তম প্রয়াণ দিবস উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা করা হয়েছিল।
রাধারমণ সমাজকল্যাণ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের প্রথম দিনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুরে সোমবার সন্ধ্যায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আব্দুল আহাদ। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মিজানুর রহমান, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম ও উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব। পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হকের সভাপতিত্বে ও হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা পারভীনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য মাহাতাবুল হাসান সমুজ, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান চৌধুরী, জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী ও দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী।
সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্লোজআপ তারকা সালমা সহ বিখ্যাত শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন।
Leave a Reply