নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর পশ্চিম জিন্দাবাজার এলাকার রাজা ম্যানশনের দোকান মালিকরা দাবি করেছেন, এই বিপণিবিতানটি ঝুঁকিপূর্ণ নয়। তাই তা ভেঙে ফেলার প্রয়োজন নেই। ভবন মালিক তথা জমিদার মিথ্যাচার করছেন।
তারা আরো বলেছেন, ভবন মালিক দোকান মালিকদের সঙ্গে আলোচনা না করেই সংবাদ সম্মেলনে বিপণিবিতানটি খালি করে দেওয়ার নির্দেশনা দিয়েছেন।
বুধবার মহানগরীর পূর্ব জিন্দাবাজারে আয়োজিত পাল্টা সংবাদ সম্মেলনে রাজা ম্যানশন দোকান মালিক সমন্বয় কমিটির নেতৃবৃন্দ এসব কথা বলেন।
সংগঠনের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক উল্লেখ করেন, রাজা ম্যানশনের মূল মালিক দেওয়ান তৈমুর রাজা চৌধুরী তৃতীয়তলা পর্যন্ত দোকানকোটা বিভিন্ন সময়ে স্থায়ীভাবে বন্দোবস্ত দেন। ৪০-৪৫ বছর ধরে সেখানে ব্যবসা করে আসছেন পুস্তকসহ বিভিন্ন ধরনের ব্যবসায়ী। তারা হোল্ডিং টেক্সসহ অন্যান্য টেক্স পরিশোধও করছেন; কিন্তু দেওয়ান তৈমুর রাজা চৌধুরীর উত্তরাধিকারী দেওয়ান শমশের রাজা চৌধুরী, দেওয়ান শাহীন রাজা চৌধুরী ও দেওয়ান শাহবাজ রাজা চৌধুরী বিভ্রান্তি ছড়াচ্ছেন।
তারা দাবি করেন, সাম্প্রতিক কয়েকদফা ভূমিকম্পের পর বিভিন্ন জরিপ ও পরীক্ষা করে সিলেট সিটি করপোরেশনের প্রকৌশলীসহ ভূমিকম্প বিশেষজ্ঞরা জানিয়েছেন, রাজা ম্যানশন ঝুঁকিপূর্ণ নয়। রেক্ট্রোফিটিং করে এর স্থায়িত্ব বাড়ানো যাবে। তবে ভবনটি ভেঙে আধুনিক বিপণিবিতান করতে তাদের আপত্তি নেই। এ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা ও চুক্তি করতে হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, রাজা ম্যানশনের দোকান মালিক বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন চৌধুরী, মো আবুল বশর, শাহ মো মতছির আলী, মাহবুবুল আলম মিলন, গুলজার আহমদ, তৈয়বুর রহমান নানু, মাসুদ হোসেন খান ও তানভীর হোসেন রহিম।
Leave a Reply