বিশ্বনাথ প্রতিনিধি : পাকিস্তানি হানাদারদের কবল থেকে মুক্তির দিনটি সরকারি উদ্যোগে উদযাপন এবং এলাকার রাজাকারদের তালিকা প্রকাশ ও বেহাত হয়ে যাওয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় উদ্ধারের দাবি জানিয়ে শনিবার (১০ ডিসেম্বর) সিলেটের বিশ্বনাথ মুক্ত দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বিকেলে বিশ্বনাথ প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী বলেন, জীবিত মুক্তিযোদ্ধাদের বক্তব্য সরকারি ও বেসরকারিভাবে সংরক্ষণ করে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে ধরে রাখতে হবে। নাহলে গৌরবের এ ইতিহাসের অনেককিছু হারিয়ে যাবে।
বিশেষ অতিথি ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা ও মুক্তিযুদ্ধ পাঠাগার সিলেটের সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ বলেন, একটি স্বার্থান্বেষী মহল এখনো ইতিহাসকে বিকৃত করে নতুন প্রজন্মকে বিভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছে।
আয়োজক সংগঠনের সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে ও সদস্য নবীন সোহেলের পরিচালনায় আলোচনা সভায় আরো বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেযারম্যান আহমেদ নূর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান ও মরতুজ আলী এবং বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এএইচএম ফিরোজ আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বর্তমান সাধারণ সম্পাদক মোছাদ্দিক হোসেন সাজুল, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মামুন, নির্বাহী সদস্য আশিক আলী ও বিশ্বনাথ থিয়েটার সভাপতি আনহার আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রোহেল উদ্দিন, দফতর সম্পাদক শুকরান আহমেদ রানা, সদস্য কামাল মুন্না, আব্দুস সালাম, মিছবাহ উদ্দিন ও বদরুল ইসলাম মহসিন।
Leave a Reply