জাতীয় রাজস্ব বোর্ড-এনবিঅার চেয়ারম্যান মো নজিবুর রহমান বলেছেন, রাজস্ব আদায়ের মাধ্যমে দেশের উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হয়। এক্ষেত্রে কর আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি সবাইকে সঠিক সময়ে যথযাথ কর প্রদানের মাধ্যমে নাগরিক দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন।
রবিবার বিকেলে সিলেট সার্কিট হাউসে জেলা কর আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ তার সাথে সৌজন্য স্বাক্ষাৎ করলে তিনি তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা ও পুননির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো আবুল ফজলের নেতৃত্বে এই স্বাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো জয়নাল আবেদীন, কর কমিশনার সৈয়দ মো আবু দাউদ, কর আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট সমর বিজয় শী শেখর, সমাজসেবা ও পাঠাগার সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান প্রমুখ।
Leave a Reply