নিজস্ব প্রতিবেদক : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সালাহ উদ্দিন আহমদ বলেছেন, যতদিন পর্যন্ত দেশে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত গণতান্ত্রিক সংগ্রাম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেছেন, জুলাই ও আগস্টের গণবিপ্লবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব না দিলে হয়তো আওয়ামী লীগ সরকারের পতন হতো না। দেশ মুক্ত হতো না ফ্যাসিবাদের কবল থেকে। বাংলাদেশ, শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমান একই সূত্রে গাঁথা। বাংলাদেশ কারো করদরাজ্য হওয়ার জন্য স্বাধীন হয়নি।
সালাহ উদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র মানায় না। এই দলটি অতীতে বাকশাল কায়েম করে গণতন্ত্রকে হত্যা করেছিলো। যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিলো তারা পালিয়ে গেলেও দেশে এনে তাদের বিচার করা হবে।
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৭ নভেম্বর/২২ কার্তিক) সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত শোভাযাত্রার আগে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে সংক্ষিপ্ত সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
বিএনপির সিলেট জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী ও ড এনামুল হক চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, কেন্দ্রীয় সহ ক্ষুদ্রঋণ ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, অ্যাডভোকেট হাদীয়া চৌধুরী মুন্নি, সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডিন ও ড্যাব জেলা শাখার সভাপতি ডা নাজমুল ইসলাম ও পিপি অ্যাডভোকেট আশিক উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
সমাবেশ শেষে একটি বণ্যার্ঢ শোভাযাত্রা বের করা হয়।