সুনামগঞ্জ প্রতিনিধি : ‘দেশ ও মানুষের উন্নয়নে এখনই সময় রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ সহাবস্থান’-এ প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স-আইডিয়ার উদ্যোগে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়নে এ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ গণমাধ্যম কর্মীরা অংশ নেন।
সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দের সভাপতিত্বে ও আইডিয়ার সিলেট অঞ্চলের প্রজেক্ট কো অর্ডিনেটর জুবায়ের আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কামন্ডার নূরুল মোমেন ও জেলা বিএনপির সহ সভাপতি নাদির আহমদ।
বক্তারা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় মত প্রকাশের স্বাধীনতা, সকল দলের
স্বাধীনভাবে সভা সমাবেশে করার সুযোগ এবং জনগণের পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দেয়া নিশ্চিত করা গেলেই একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব।
Leave a Reply