সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিতে ব্যর্থ হয়ে বিএনপি এখন নালিশের ভাঙ্গা রেকর্ড বাজায়। এই ভাঙ্গা রেকর্ড বাজিয়ে শেখ হাসিনার সরকারকে সংবিধান থেকে একটুও সরানো যাবে না। সবকিছু হবে সংবিধান মোতাবেক। আগামী জাতীয় সংসদ নির্বাচনও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে হবে।
শনিবার সকালে সুনামগঞ্জের পাগলা-আউশকান্দি মহাসড়কের কুশিয়ারা নদীর উপর রানীগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন উপস্থিত ছিলেন।
সড়ক জনপথ বিভাগের অধীনে ১২৬ কোটি টাকা ব্যয়ে চায়না রেলওয়ে ব্যুরো গ্রুপ ও এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড দুই লেন বিশিষ্ট অত্যাধুনিক বক্স গার্ডার সমৃদ্ধ ৭০২ মিটার দীর্ঘ ও ১০ মিটার প্রস্থ এই সেতুর নির্মাণ কাজ শুরু করেছে।
শর্ত অনুযায়ী ৩ বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ করার কথা। এই সেতুটি নির্মাণের পর সুনামগঞ্জ জেলা সদর থেকে রাজধানী ঢাকার দূরত্ব ৬০ কিলোমিটার কমে যাবে। সময় কমবে ২ ঘণ্টা।
Leave a Reply