মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের বন্যাদুর্গত মানুষের মাঝে অলিলা গ্রুপের পক্ষ থেকে শাইল ধানের বীজ বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে মাথাপিছু ১০ কেজি করে বীজ বিতরণ করা হয়।
বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহাজান খান। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম ও রাজনগর থানার ওসি আবুল হাসিম। সভাপতিত্ব করেন, অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি জিল্লুর রহমান। পরিচালনায় ছিলেন, অ্যাডভোকেট পার্থ সারথী পাল।
শিল্পপতি জিল্লুর রহমান এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাবার অঙ্গীকার করেন।
Leave a Reply