মৌলভীবাজার প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অলিলা গ্রুপের উদ্যোগে মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা বাজার ইউনিয়নের তারাপাশা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে আয়োজিত জাতীয় শোকদিবসের এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন। আব্দুর রহিম খানের সঞ্চালনায় ও অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তারাপাশা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক রেজাউর রহমান সুমন ও ছাত্রলীগের সভাপতি আমিন।
Leave a Reply