বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বাবলী বেগম (২৪) নামের এক প্রবাসীর স্ত্রীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টয় মরদেহটি উদ্ধার করা হয়। বাবলী বেগম উপজেলার মনসুরনগর ইউনিয়নের লামুয়া গ্রামের বাসিন্দা প্রবাসী ছুরুক মিয়ার স্ত্রী। তাদের ৫ বছরের ও ১০ মাসের ২টি ছেলে সন্তান রয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার সকালে বাবলী বেগমের ১০ মাস বয়সী ছেলের কান্না শুনতে পেয়ে তার কক্ষে যান শাশুড়ি জাহানারা বেগম। এ সময় ছেলের বৌকে না দেখে আশেপাশে সন্ধান করেন। পরে বাড়ির উঠানে বাবলী বেগমের ক্ষত-বিক্ষত লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসেন।
বাবলী বেগমের মাথায় দায়ের কোপ, পায়ে আঘাতের চিহ্ন এবং কানের নিচে একাধিক আঘাত রয়েছে।
খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার এবং জিজ্ঞাসাবাদের জন্য বাবলী বেগমের শাশুড়ি ও তার জাকে আটক করে থানায় নিয়ে যায়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply