মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কার্যকরী পরিষদকে উপজেলা ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ সংবর্ধনা দিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোবিন্দমাটি বাজারে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
মনসুরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিলন বখতের সভাপতিত্বে ও কামারচাক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজমুল হক সেলিমের সঞ্চালনায় সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের জেলা সভাপতি নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ সভাপতি মুহিবুর রহমান তরফদার, আজমল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, যুবলীগের জেলা সভাপতি নাহিদ আহমদ ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন।
অনুষ্ঠানের শুরুতে নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও ক্রেস্ট উপহার দেয়া হয়।
Leave a Reply