মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর উপজেলার বন্যা কবলিত কাউয়াদিঘি হাওর এলাকায় স্থানীয় প্রশাসন ও প্রবাসী সংগঠন ত্রাণ বিতরণ করেছে।
শনিবার উপজেলার মুন্সিবাজার ইউনিয়নে প্রশাসনের উদ্যোগে ৫শ পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হয়েছে।
অন্যদিকে ফতেপুর ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসীদের সংস্থা গ্লোবাল এইড ট্রাস্ট ২শ পরিবারকে ত্রাণ দিয়েছে। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, আলু ও পিয়াঁজ।
এই ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নেছার আহমদ, রাজনগর উপজেলা ভাইস চেয়ারম্যান ডলি বেগম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নকুল দাশ, নজমুল হক সেলিম ও ছালেক আহমদ।
Leave a Reply