র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ দল মৌলভীবাজারের রাজনগর উপজেলায় জাল টাকা সহ অস্ত্র মামলার এক আসামিকে আটক করেছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এএসপি মোহাম্মদ খোরশেদ আলম সহ র্যাবের বিশেষ দলটি এ অভিযান পরিচালনা করে।
অভিযানে খলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ৩৬ হাজার ৫শ টাকার জাল নোট সহ রাজনগর থানার অস্ত্র মামলার অন্যতম এক আসামিকে আটক করা হয়। তার নাম মো রিয়াজুল ইসলাম (পিতা মৃত মিয়াজান মিয়া, গ্রাম আলীচরগাঁও, রাজনগর, মৌলভীবাজার)। এলাকায় ‘ত্রাস সৃষ্টকারী রিয়াজ’ বখাটে হিসেবে পরিচিত। ২০১৬ শ্রীমঙ্গলে অস্ত্রসহ ধরা পড়ে সে জামিনে ছিল।
Leave a Reply